ASANSOLBengali NewsKULTI-BARAKARखबर जरा हट केधर्म-अध्यात्म

দুই সম্প্রদায়ের সম্প্রীতির নজির গনেশ বন্দনায়

সীতারামপুরে গনেশ পুজোতে দুই সম্প্রদায়ের সম্প্রীতির নজির

বেঙ্গল মিরর, প্রকাশ দাস, সীতারামপুর: আসানসোলের কুলটি থানার সীতারামপুর বিশ্বকর্মা নগরে আয়োজন হয়েছিল গনেশ পুজার।সেখানে অংশ গ্রহণ করেন, আলি সাগর ,বিকাশ প্রশাদ , মহম্মদ সহবুদ্দিন, বিশাল সিং, আরিফ খান, গৌতম বিশ্বাস সহ আরো অনেকে।সোমবার বির্শজনের সময় কোন ভেদাভেদ না রেখে হিন্দু মুসলিম সকলে মিলে একসাথে দেখা গেল অংশ নিতে।গনেশ প্যান্ডেলের পাসেই আছে মুসলিম সম্প্রদায়ের মাজার।সেখান থেকে বেরিয়ে এসে গনেশ বির্শজনের কাজে হাত লাগালেন সকলে। উঠল গণপতি বাপ্পার জয়ধ্বনি ।
সিদ্ধিদাতার আরাধনায় সম্পৃতির নজির গড়ল কুলটির বিশ্বকর্মা নগরের এরা সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *