পাণ্ডবেশ্বরে লরি অটোর মুখোমুখি সংঘর্ষ,গুরুতর আহত তিন


বেঙ্গল মিরর, কল্যাণ রায় রিপোর্ট পাণ্ডবেশ্বর

লরি অটোর মুখোমুখি সংঘর্ষ পাণ্ডবেশ্বরের ব্রিজের কাছাকাছি। গুরুতর আহত তিন অটোর যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে হুগলি রেজিস্ট্রেশন অটো এবং বাসিন্দারাও হুগলির। গুরুতর আহত অবস্থায় স্থানীয় প্রশাসন দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনার ফলে প্রবল যানজট সৃষ্টি হয় 60 নম্বর জাতীয় সড়কে। অটো টি দ্রুতগতিতে থাকায় লরির লাইট তার চোখে পড়ে বুঝতে না পারায় অটো টি গিয়ে ধাক্কা মারে লরির মুখোমুখি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে এবং সি আই দেবজ্যোতি সাহা।