ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIAWest Bengal

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশন ফী বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ

আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : করোনা আবহে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার ফি – বিরুদ্ধে কারণে কাজী নজরুল ইউনিভার্সিটি বাইরে ছাত্র-ছাত্রীর বিক্ষোভ প্রদর্শন করলেন।
বিক্ষোভরত এক ছাত্রী জানান, ” অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি তাদের বিক্ষোভের কারণ। গত ফেব্রুয়ারি মাসে থার্ড সেমিস্টার চলার সময় তাদের একবার পরীক্ষার ফি বৃদ্ধি করা হয় ৩৭৫ টাকা থেকে ১৩৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয় ছাত্র-ছাত্রীদের সাথে কোনরকম আলোচনা না করেই। এই ফি বৃদ্ধিকে কেন্দ্র করে তারা একবার প্রাথমিক বিক্ষোভ করেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের করা একটি রিভিউ কমিটির তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় বিষয়ে আলোচনা করা হবে যেখানে ছাত্রছাত্রী ও শিক্ষক দুই তরফের উপস্থিতি ছিল। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের থেকে করা অনুরোধমত তারা কোনো ফি না দিয়েই সেই সময়ের জন্য পরীক্ষায় বসেছিলেন এই আশা নিয়ে যে এ ব্যাপারে চিন্তাভাবনা করা হবে।
কিন্তু গত ২১ শে আগস্ট হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা জারি করে বলা হয় তাদের ওই ১৩৫০ টাকাই ফি দিতে হবে।
এই লকডাউনের আবহে সমস্ত মানুষের আর্থিক পরিস্থিতি ঠিক নেই।”

এব্যাপারে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি ), রাজ্যের মুখ্যমন্ত্রী ও অনুরোধ করেছেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে যাতে তারা এই করোনা পরিস্থিতিতে ফি বৃদ্ধি না করে।
আরো এক ছাত্রী বলেন, এই মহামারীর সময় এভাবে অনৈতিকভাবে ফি বৃদ্ধির কারণে তাদের কথা অবশ্যই ভেবে দেখবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তারা আশাবাদী। এছাড়া ওই ছাত্রী নিজেই বলেন ছাত্রছাত্রীদের প্রতিনিধি উপস্থিত থাকলেও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী এক জায়গায় জড়ো হন নি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য।
এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের দাবি শোনার পর এই ফি বৃদ্ধি সম্পর্কে কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে থাকল ওয়াকিবহাল মহল।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *