ASANSOLRANIGANJ-JAMURIAWest Bengalराजनीति

শ্রীপুরে সিপিএম ও বিজেপির ছেড়ে প্রায় 150 জন যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করল

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, জামুরিয়া: শ্রীপুর বাগানপাড়ায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অলক দাসের নেতৃত্বে এক কর্মী সভার আয়োজন করা হয়। যেখানে দিন সিপিএম ও বিজেপির ছেড়ে প্রায় 150 জন যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আসানসোল পৌরনিগমের এমএমআরসি অভিজিৎ ঘটক ও তৃণমূলের নেতৃস্থানীয়রা। অভিজিৎ ঘটক এদিন দাবি করেন তৃণমূল দল একমাত্র দল যারা সর্বদাই জনগণের সঙ্গে থেকে সমাজের কাজ করে চলে। একইভাবে তিনি দাবি করেন বিরোধী দল সিপিএম ও বিজেপির বিধায়ক, সংসদ এলাকা থেকে নির্বাচিত হলেও, তারা জনগণের সঙ্গে এসে তাদের সুখে-দুঃখে সামিল হয় না। সংসদ বাবুল সুপ্রিয়র নাম না করে এদিন অভিজিত বাবু দাবি করেন তিনি এই করোনা আবহে দিল্লিতে বসেই দিন কাটিয়েছেন, আসানসোল এলাকায় কোনো উন্নয়নমূলক কাজের তিনি এই সময় কালে হাজির হননি। তাই মানুষই তাদের যোগ্য জবাব দেবে বলে জানান তিনি.জামুরিয়া শ্রীপুর বাগানপাড়ায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অলক দাসের নেতৃত্বে এক কর্মী সভার আয়োজন করা হয়। যেখানে দিন সিপিএম ও বিজেপির ছেড়ে প্রায় 150 জন যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আসানসোল পৌরনিগমের এমএমআরসি অভিজিৎ ঘটক ও তৃণমূলের নেতৃস্থানীয়রা। অভিজিৎ ঘটক এদিন দাবি করেন তৃণমূল দল একমাত্র দল যারা সর্বদাই জনগণের সঙ্গে থেকে সমাজের কাজ করে চলে। একইভাবে তিনি দাবি করেন বিরোধী দল সিপিএম ও বিজেপির বিধায়ক, সংসদ এলাকা থেকে নির্বাচিত হলেও, তারা জনগণের সঙ্গে এসে তাদের সুখে-দুঃখে সামিল হয় না। সংসদ বাবুল সুপ্রিয়র নাম না করে এদিন অভিজিত বাবু দাবি করেন তিনি এই করোনা আবহে দিল্লিতে বসেই দিন কাটিয়েছেন, আসানসোল এলাকায় কোনো উন্নয়নমূলক কাজের তিনি এই সময় কালে হাজির হননি। তাই মানুষই তাদের যোগ্য জবাব দেবে বলে জানান তিনি.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *