কাঁচা সবজির মূল্য বৃদ্ধির উপর নজরদারি টাস্কফোর্সের
বেঙ্গল মিরর,সুজিত বাল্মীকি, আসানসোল ঃনিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ কাঁচা সবজির মূল্য বৃদ্ধির উপর নজরদারি কৃষি বিপণন অধিদপ্তরের ।বুধবার আসানসোলের মহিশীলা বাজার, কোট রোড বাজার, হটনরোড বাজারে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন আধিকারিকরা ।করোনা আবহে কাঁচা সবজির দাম বৃদ্ধি পাচ্ছে ।এই অভিযোগে ,জেলাশাসকের নির্দেশে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স । এই টাস্কফোর্স আসানসোলের বিভিন্ন বাজার ঘুরে সবজির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ।এর পাসাপাসি ওজন মেসিন গুলোও পরিক্ষা করে দেখা হয়।