পুরসভায় কর্মীদের করোনা টেস্ট
বেঙ্গল মিরর, আসানসোল, 26 আগস্ট ঃ আসানসোল পুরসভার কর্মীদের জন্য় করোনা টেস্ট শিবির আয়োজন করা হল বুধবার। বুধবারে এই শিবিরি শতাধিক পুরকর্মীরা করোনা টেস্ট করান। পুরসভার নতূন ভবনে এই শিবিরের আয়োজন করা হয়, সেখানে স্বাস্থ্য় দপ্তরের টিম এসে টেস্ট করে। আবার 28 আগস্ট টেস্ট করা হবে। পুর কমিশ্নার খুর্শীদ আলি কাদরি জানান প্রত্য়েক বোরো তে করোনা টেস্টের শিবির আয়োজিত হবে।