সেপ্টেম্বর মাসে ও আলাদা-আলাদা দিনে লকডাউন করা হবে
কলকাতা, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রিত করার জন্য সেপ্টেম্বর মাসে ও আলাদা আলাদা দিনে লকডাউন করা হবে। সবকিছু ঠিক থাকলে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা চালু করা হবে। মমতা ব্যানার্জি নবান্নে প্রেস কনফারেন্স করে বলেন সেপ্টেম্বর মাসে ৭( সোমবার), ১১ (শুক্রবার ), ১২ ( শনিবার) লকডাউন থাকবে। ওদিকে কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন ২০ শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
উড়িষ্যার সেপ্টেম্বরের পরে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী লকডাউন এর দিন ঘোষণা করা হবে। মন্ত্রী বলেন শহরাঞ্চলে মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা চালু করার ক্ষেত্রে তার কোন আপত্তি নেই। স্ত্রী কেন্দ্র সরকারের রাজ্য সরকারের সঙ্গে যৌথ আলোচনা হওয়া উচিত। সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ববিধি বজায় রেখে ট্রেন পরিষেবা চালু করা উচিত। এছাড়া সপ্তাহে তিনদিন বিমান পরিষেবা চালু করা যেতে পারে।
মুখ্যমন্ত্রী বলেন স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠান এখনো খোলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। ২০ শে ভোটের পরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সরকার ৬ সেপ্টেম্বর পর্যন্ত ছটি শহরে বিমান পরিষেবা বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি ফিরিয়ে নিয়েছে। এখন থেকে দিল্লী, বোম্বে, সুরাট, পুনে ইতি শহরে ১ সেপ্টেম্বর থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হবে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে মার্চের শুরুতেই লকডাউন জারি হয়েছিল দেশে। স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলাও। জুন মাসের প্রথম দিকে থেকে থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। রাস্তায় নামে বাস-অটো-ট্যাক্সি নামে। সরকারি, বেসরকারি অফিস খোলে। যদিও আনলক পর্যায়ে বাংলায় অনেকখানি বেড়েছিল সংক্রমণ। সেই কারণ রাজ্য সরকারের থেকে ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজ্যে জারি থাকবে কমপ্লিট লকডাউন। আজকের লক ডাউনের দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর ঘোষণা মুখ্যমন্ত্রী পূর্ব ঘোষিত সিদ্ধান্তের
প্রতিফলন।