ASANSOLBengali NewsCOVID 19राजनीति

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং বেশি রেপিড টেস্ট করানোর দাবিতে ডিওয়াইএফআই এর ডেপুটেশন

আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : করণা গত কয়েকদিনে পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণ ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। পশ্চিম বর্ধমানের আসানসোলে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং আরো বেশি করে রেপিড করোনা টেস্টের দাবিতে বুধবার কল্যাণপুরে
সিএমওএইচ অফিস অভিযান করে ডিওয়াইএফআই। নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য প্রেসিডেন্ট মীনাক্ষী মুখার্জি।
এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকদের বলেন,
“পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে কোভিড টেস্ট আরো বেশি করে হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত মুখ্যমন্ত্রী মাস তিনেক আগে গোল গোল দাগ কেটে ফিজিক্যাল ডিসটেন্স মেনে চলতে বললেও বাস্তবিক অর্থে করোনা হাসপাতালের এবং স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর সার্বিক উন্নতি হয়নি। ব্যাপারে আমরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছি। গোষ্ঠী সংক্রমনের মাত্রা বেড়ে গেছে এই জেলায়। করোনা আবহে পশ্চিম বর্ধমান জেলা কমিটি এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনকে বারবার সতর্ক করলেও তারা এ বিষয়ে কর্ণপাত করেননি।
আজ আমরা পশ্চিম বর্ধমান স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দিলাম। যদি এই অবস্থার উন্নতি না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেতৃত্ব এবং কর্মীরা।

Leave a Reply