সালানপুর ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে সালানপুর বিভিন্ন বাজারে সচেতনতা শিবির ও মাক্স বিতরণ:-
সালানপুর, ২৮ শে আগস্ট:
সালানপুর ব্লক বিডিও,পঞ্চায়েত সমিতি,পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে সালানপুর ব্লকের রূপনারায়ানপুর বাজার, আল্লাডি বাজার,জেমারী বাজার,
সামডি বাজারে সমস্ত ব্যাবসায়ী
দের মধ্যে এবং সাধারণ মানুষদের মধ্যে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা শিবির চালোনা হয়।
তাছাড়া পথচলতি মানুষ যারা মাস্ক পড়েননি তাদের মধ্যে মাক্স বিতরণ করা হয়।
এই শিবিরে উপস্থিত সালানপুর বিডিও তপন সরকার,সালানপুর
থানার ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলি,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ সিকান্দার আলম তার পুলিশবাহিনী নিয়ে সচেতনতা শিবির চালান।
এই শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া হয় মাক্স পরা আবশ্যিক,মাক্স ছাড়া বাড়ির বাইরে এলে তাদের প্রশাসনের থেকে আইনত ব্যাবস্থা নেওয়া হবে,
তাছাড়া প্রতিটি দোকানদারদের বার্তা দেওয়া হয় প্রতিটি দোকানদারকে মাক্স পরা বাধ্যতামূলক এবং কোনো গ্রাহক যদি মাক্স ছাড়া দোকানে আসবেন তাদের কোনো দ্রব্য বিক্রয় করতে দেওয়া যাবে না।
তাছাড়া এই দিন বাজারে অভিযান চালানোর সময় কয়েকটি পান দোকানে যেগুলিতে তামাকজাত দ্রব্য
ঝোলানো থাকে সেইসব তামাকজাত দ্রব্য সিজ করা হয় এবং তাদের শেষবারের মতো ছাড় দেওয়া হয়। দোকানদারদের উদ্দেশ্যে সতর্ক করে বলা হয় ভবিষ্যতে কোনো দোকানে তামাকজাত দ্রব্য দেখতে পাওয়া গেলে তার দোকান সারা জীবনের মতো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন বিডিও তপন সরকার।
এই প্রসঙ্গে সালানপুর বিডিও বলেন,” প্রতিদিন করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, আমাদের সালানপুর ব্লকও এর থেকে পিছিয়ে নেই তাই আজ ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে সালানপুর ব্লকের বিভিন্ন বাজারে সচেতনতা শিবির চালোনা হয় এবং মাক্স ছাড়া ব্যাক্তিদের মধ্যে মাক্স দেওয়া হয় এবং তাদের জানানো হয় আজকের পর থেকে যদি কোনো ব্যাক্তি মাক্স ব্যাবহার না করেন তবে আইনতগত ব্যাবস্থা নেওয়া হবে এবং এরই সঙ্গে আমি সংবাদ মাধ্যমের দিয়ে সমস্ত নাগরিককে মাক্স পুরুন সমাজকে সুস্থ রাখুন।”



