জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে বিক্ষোভ


বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত , দুর্গাপুর:পশ্চিম বর্ধমান জেলার বেনাচিতি তে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে অল ইন্ডিয়া এমএসএস ,অল ইন্ডিয়া ডিএসও এবং অল ইন্ডিয়া ডি আই ও উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ সভা ও মিছিল হয় ।এই মিছিলে অল ইন্ডিয়া এম এস এস,অল ইন্ডিয়া ডিএসও এবং অল ইন্ডিয়া ডি আই ও প্রতিনিধিরা অংশগ্রহণ করে ।সর্বশেষে বেনাচিটি প্রান্তিকা তে জাতীয় শিক্ষানীতি 2020বাতিলের দাবিতে প্রতিলিপি পুড়ানো হয়।
