পশ্চিম বর্ধমানের বিভিন্ন ব্লকে পালিত হল তৃণমূল ছাত্র পরিষদের ২১ তম প্রতিষ্ঠা দিবস


বেঙ্গল মিরর, আসানসোল, ২৮ শে আগস্ট, সৌরদীপ্ত সেনগুপ্ত :
শুক্রবার, তৃণমূল ছাত্র পরিষদের ২১ তম প্রতিষ্ঠা দিবসটি পুরো রাজ্যে পালিত হয়।
এই উপলক্ষে আসানসোল বার্নপুরের ত্রিবেণী মোড়ের কাছে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের শিক্ষক নেতা অশোক রুদ্রর উপস্থিতিতে একটি কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল সাউথ ব্লক টিএমসিপি প্রেসিডেন্ট দেবগুরু চক্রবর্তী, অমিত সেন, কাউন্সিলর বিনোদ যাদব প্রমুখ।
এই উপলক্ষে অশোক রুদ্র বলেন, “প্রতি বছরের মতো এবারও টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসারে শুক্রবার সকালে ১২ টার মধ্যে পতাকা উত্তোলন করা হয়।” কাজী নজরূল বিশ্ববিদ্য়ালয় ও পালিত হল প্রতিষ্ঠা দিবস, এখানে উপস্থিত ছিলেন আদর্শ শর্মা, কৃষ্ণেন্দু পাল, দানিশ আজিজ প্রমুুখ। সালানপুরেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।
কেক কেটে,মাক্স ও গাছের চারা বিতরণের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।


এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন , “ছাত্র সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের নয়নের মনি আজকের এই দিনটি প্রতি বছর কলকাতায়
বড়ো আকারে মিছিলের মাধ্যমে করা হয়,কিন্তু এখন দেশে করোনা মহামারী চলছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রছাত্রীদের মধ্যে কেক কেটে,গাছের চারা ও মাক্স বিতরণ করে দিনটি পালন করা হলো।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,রূপনারায়ানপুর পঞ্চায়েত প্রধান রানু রায়,তৃণমূল নেত্রী রুমেলি দাস,ছাত্র যুব নেতা অমিত সিং,শ্যামল রাউথ,অরূপ রক্ষিত,বীর সিং সহ আরো অনেকে। এই উপলক্ষে রানীগঞ্জের টিডিবি কলেজেও একটি কর্মসূচির আয়োজন করা হয়। টিডিবি কলেজ ছাত্র ইউনিয়ন রানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এবং রানীগঞ্জ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষে যৌথভাবে টিএমসিপির ২১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছিল। রানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি রেহান সাকিব, টিএমসির সিনিয়র নেতা কাঞ্চন তিওয়ারি সন্দীপ গড়াই, শ্যাম পুরী, দাস সুব্রত দাস সৌমিত্র ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের সব সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া পশ্চিম বর্ধমানের সমস্ত ব্লকে এই প্রতিষ্ঠা দিবস পালিত হয়।
এর পরে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর তিনটা থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে রাজ্য জুড়ে টিএমসিপি সদস্য ও কর্মীদের সম্বোধন করেন।
আসলে, এই বছর করোনার কারণে, অন্যান্য বছরের মতো এ বছরও কলকাতায় সমাবেশের আয়োজন করা যায়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবল ভার্চুয়াল সমাবেশের মাধ্যমে এবার টিএমসিপি কর্মীদের নির্দেশিকা জারি করলেন যার দ্বারা তিনি ভবিষ্যতে দলকে সামনের এগিয়ে নিয়ে যাবেন।