ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

KNU তে আবার বিক্ষোভে শামিল হল ছাত্রছাত্রীরা :

আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত, ২৮ শে আগস্ট : করোনা আবহে পরীক্ষার ফি – বিরুদ্ধে কারণে কাজী নজরুল ইউনিভার্সিটি বাইরে ছাত্র-ছাত্রীর বিক্ষোভ প্রদর্শন করলেন।
বিক্ষোভরত এক ছাত্রী অর্পিতা রায় জানান, ” অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি তাদের বিক্ষোভের কারণ। গত ফেব্রুয়ারি মাসে থার্ড সেমিস্টার চলার সময় তাদের একবার পরীক্ষার ফি বৃদ্ধি করা হয় ছাত্র-ছাত্রীদের সাথে কোনরকম আলোচনা না করেই। এই ফি বৃদ্ধিকে কেন্দ্র করে তারা একবার প্রাথমিক বিক্ষোভ করেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের করা একটি রিভিউ কমিটির তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় বিষয়ে আলোচনা করা হবে যেখানে ছাত্রছাত্রী ও শিক্ষক দুই তরফের উপস্থিতি ছিল। বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের থেকে করা অনুরোধমত তারা কোনো ফি না দিয়েই সেই সময়ের জন্য পরীক্ষায় বসেছিলেন এই আশা নিয়ে যে এ ব্যাপারে চিন্তাভাবনা করা হবে।
এই লকডাউনের আবহে সমস্ত মানুষের আর্থিক পরিস্থিতি ঠিক নেই। তাই ফিস বৃদ্ধির এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার আবেদন জানাল ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *