RANIGANJ-JAMURIA

ডায়ালিসিস রোগীরা করল রানীগঞ্জে জাতীয় সড়ক অবরোধ।

বেঙ্গল মিরর, রানীগঞ্জ, চরণ মুখার্জি , 9 আগস্ট :- ডাইলোসিস রোগিরা অবরোধ করল জাতীয় সড়ক ।রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করতেই চলে আসে রানীগঞ্জ থানার পুলিশ ।ঘন্টাখানেক ধরে তাদেরকে বুঝিয়ে-সুজিয়ে অবরোধ তুলতে সক্ষম হয় পুলিশ আধিকারিকরা। রবিবার বিকেল বেলায় এই ঘটনাটি ঘটে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালের সামনে ।রোগীর আত্মীয়দের অভিযোগ হঠাৎ করে রানীগঞ্জের এই নার্সিংহোম কর্তৃপক্ষ ডায়ালিসিস করা বন্ধ করে দেয় ।এমত অবস্থায় এই রোগীর আত্মীয়রা রোগীদের নিয়ে কোথায় যাবে বুঝতে পারছে না। নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের জানিয়েছে তাদের নাকি চোদ্দ পনেরো জন কর্মী করোনাই আক্রান্ত হয়ে গেছে। আর সেজন্যই ডায়ালাইসিস করা যাবেনা। কিন্তু কোনমতেই মানতে নারাজ তারা । এমত অবস্থায় ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই একদিকে রাস্তা অবরোধ অন্যদিকে হাসপাতালে বিক্ষোভ চলছেই ।ঘটনাস্থলে পৌঁছে গেছে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের পুলিশ পুলিশ । শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নিলো যে ,মঙ্গলবার থেকে ডায়ালাইসিস ইউনিট কেবলমাত্র খোলা থাকবে এই হাসপাতালে। বাকি কোন ইউনিট খোলা থাকবে না। হাসপাতাল পুরোপুরি বন্ধ থাকবে।

Leave a Reply