ASANSOLASANSOL-BURNPURBengali NewsCOVID 19KULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIAWest Bengal

করোনা সংকট চলাকালীন কর্পোরেশন কর্মীরা খুব ভাল কাজ করেছেন : মেয়র

আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
শুক্রবার, মেয়র জিতেন্দ্র তিওয়ারি আসানসোল পৌর কর্পোরেশন সদর দফতরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কর্পোরেশন কর্মীদের করোনার পরীক্ষার জন্য নির্মিত ক্যাম্পটি পরিদর্শন করেন। তার সাথে ছিলেন মেয়র কাউন্সিলের সদস্য দিব্যেন্দু ভগত, এনইউএইচএম ইনচার্জ ওয়াসিম উল হক প্রমুখ। মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন যে, “করোনা সংকট চলাকালীন কর্পোরেশন কর্মীরা খুব ভাল কাজ করেছেন। রীতিমত ঝুঁকি নিয়ে মিউনিসিপাল কর্পোরেশনের স্যানিটেশন সহ বিভিন্ন বিভাগের শ্রমিকরা কাজ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত কর্মীদের বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য একটি শিবির স্থাপন করা হয়েছে যার মধ্যে সমস্ত কর্মীর করোনা পরীক্ষা করা হবে। যদি কোনও কর্পোরেশনের কর্মচারী সংক্রামিত হয়েছে দেখা যায়, তখনই স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে । যদি নেগেটিভ রিপোর্ট আসে তবেই মঙ্গল।”
লক্ষণীয় বিষয়, হলো গত ২৬ শে আগস্ট, প্রায় ১০০ কর্পোরেশন কর্মী ওই শিবিরে করোনা পরীক্ষা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *