Asansol News : মোটরসাইকেলের পর চুরি যাওয়া চার চাকার গাড়ি উদ্ধার করল জামুরিয়া থানার পুলিশ
বেঙ্গল মিরর, জামুরিয়া, চরণ মুখার্জি, ২৯ শে আগষ্ট ঃ- চুরি যাওয়া চার চাকার গাড়ি উদ্ধার করল জামুরিয়া থানার পুলিশ। পাঁচ টি গাড়ী উদ্ধার করে আসানসোল আদালতে পাঠায় ধৃত যুবক আনজার খানকে। এদিন জামুরিয়া থানায় সাংবাদিক সম্মেলন করে এসিপি সেন্ট্রাল তথাগত পান্ডে জানান , একটি গাড়িসহ কয়েকদিন আগে ধরা হয় আনজার খানকে। তখন সে ওই গাড়িটির কোন কাগজপত্র দেখাতে পারেনি । তারপর তাকে আসানসোল আদালতে পাঠিয়ে চার দিনের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা হয় । এরপর আরও চারটি গাড়ি উদ্ধার করে পুলিশ। এরা চার চাকার গাড়ি চুরি করে বিক্রি করত। এর সঙ্গে আরো কেউ কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য আনজার কে আবার পুলিশ হেফাজতে নিয়ে পুরো গ্যাংটাকে ধরার চেষ্টা চালাবে আসানসোলের জামুরিয়া থানার পুলিশ।