Bengali NewsCOVID 19NationalWest Bengal

Unlock 4 news: ৭ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে মেট্রো রেল পরিষেবা চালু করার অনুমতি দিল কেন্দ্র

কলকাতা, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
যাবতীয় জল্পনার অবসান। আগামী ৭ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে মেট্রো রেল পরিষেবা চালু করার অনুমতি দিল কেন্দ্র সরকার।

শনিবার নবান্নের আবেদন পেয়েও রেল বোর্ড লোকাল ট্রেন চালানো সম্পর্কে সেরকম কোনও ইতিবাচক ইঙ্গিত দেয়নি । সুতরাং ১ লা সেপ্টেম্বর থেকে হাওড়া, শিয়ালদহে লোকাল ট্রেন চলাচল অনিশ্চিত ছিল। এর সঙ্গে কলকাতা মেট্রো চলাচলের বিষয়টি নিয়েও অনিশ্চয়তা ছিল।
তবে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ না আসা পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হবে না। এমনটাই জানিয়েছিল রেল।

শিয়ালদহের ডিআরএম সূত্রের খবর , রাজ্যের পক্ষে দু’টি আবেদন একই সঙ্গে করা হয়েছে। সেক্ষেত্রে মেট্রো ছাড় পেলে লোকাল ট্রেনকেও ছাড় দেওয়া হবে। লোকাল কম সংখ্যক চললেও অনিয়ন্ত্রিত ভিড় হবে বলে তিনি আশঙ্কা করছেন।

এদিকে ডিআরএমে সূত্র অনুযায়ী, মেট্রো পুরোপুরি ঘেরাটোপের মধ্যে হওয়ায় যাত্রী নিয়ন্ত্রণ সম্ভব। কিন্তু এই একই ব্যবস্থা লোকাল ট্রেনের ক্ষেত্রে অসম্ভব।

তবে স্বস্তির বিষয় এটাই এবার কেন্দ্রের সবুজ সংকেত মিলায় চলবে মেট্রো।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা হয় রেলমন্ত্রক, আবাস ও নগরোন্নয়ন মন্ত্রকের। ওই আলোচনাতেই যৌথভাবে পর্যায়ক্রমে মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, এরই সঙ্গে শনিবার চতুর্থ পর্যায়ের আনলক বা বিধিনিষেধ প্রত্যাহার নিয়ে একাধিক গাইডলাইন জারি করেছে কেন্দ্র যেখানে বেশ কিছু বিষয়ে ছাড় ঘোষণা করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *