ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANPolitics

সালানপুর ব্লকে বাংলার যুবশক্তি কর্মীসভা আয়োজিত হলো

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার বারাবনি বিধানসভা কেন্দ্রের সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে বাংলার যুবশক্তির পক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস অফিস প্রাঙ্গনে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সমাবেশটি সম্বোধন করে পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রূপেশ যাদব বলেন যে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। যুবকদের ভুল পথে চালিত করতে তারা ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার এবং সংবিধান পরিবর্তন করার ষড়যন্ত্র করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে লড়াই করছেন। তাই সবাইকে এক সাথে কাজ করতে হবে। এছাড়াও, তৃণমূলের সমস্ত যুবককে দল হিসাবে ঘরে ঘরে যেতে হবে এবং উন্নয়নের প্রচার চালাতে হবে। তদুপরি, তাদের সকল অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ধর্ম, বর্ণ বা বর্ণ নিয়ে রাজনীতি করেন না। দিদি দেশের সৈন্য ও ধর্মকে শ্রদ্ধা করে। এটি বিজেপির মতো রাজনীতি করে না। বিজেপি কেবল সার্জিকাল স্ট্রাইক, পুলওয়ামা, রাম মন্দিরের নামে ভোট চেয়েছে, তবে এখন পর্যন্ত একটিও উন্নয়ন কাজ করেনি। একই সঙ্গে তিনি বলেন যে সরকারী প্রতিষ্ঠান পুঁজিপতিদের কাছে বিক্রি হচ্ছে। দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে। বৈঠকে বারাবনি ব্লক জেলা কমিটির সদস্য তথা যুবাশক্তি বাংলার ডিসি সায়ন্তন মুখোপাধ্যায় , সালানপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ফাল্গুনি ঘাসি, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, সহসভাপতি বিদ্যুত মিশ্র, রাহুল রঘু চৌবে, রূপনারায়ণপুর প্রধান রানু রায়, জিতপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, সামডি প্রধান জনার্দন মন্ডল, যুব কংগ্রেস নেতা মিঠুন মন্ডল সহ অন্যান্য সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *