সালানপুরে কমিউনিটি হলের উদ্বোধন করলেন বিধায়ক
বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর : সালানপুর গ্রাম পঞ্চায়েতের সি.এফ.সি.জি ফান্ড প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করে থেকে সবনপুর গ্রামের বাউরী পাড়া হরিমন্দির সংলগ্ন একটি কমিউনিটি হলের ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।
তাছাড়া সবনপুর গ্রাম পরিদর্শন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।
এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা বাড়ি,পানীয় জলের,রাস্তা,
নর্দমা ও রোজগার।
বিধায়ক গ্রামের মানুষের আশ্বাস দেন খুব তাড়াতাড়ি তাদের সমস্যার সমাধান করা হবে।
এই প্রসঙ্গে বিধায়ক বিধান
উপাধ্যায় বলেন এই গ্রামের মানুষের অনেক দিনের চাহিদা ছিলো একটি কমিউনিটি হলের তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সালানপুর পঞ্চায়েতের ফান্ড থেকে ১০লক্ষ টাকা ব্যয় করে এই কমিউনিটি হলের নির্মাণ করা হয়।
তাছাড়া সবনপুর এলাকাটি পরিদর্শন করে এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা শুনা হয়।
এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা হচ্ছে রোজগার ও বাড়ি পানীয় জলের,রাস্তা,নর্দমা আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদের এই সব সমস্যার সমাধান করা হবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপিকা বাউরি,
ফুচু বাউরি,বাপ্পা মণ্ডল সহ আরো অনেকে।