ধুন্দাবাদ গ্রামের মানুষের সমস্যার কথা শুনতে পৌঁছালেন বিধায়ক
পাড়ায় পাড়ায় এলাকার মানুষের অভাব অভিযোগের কথা জানতে
বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর(Asansol News Today) :- সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী পঞ্চায়েতের অন্তর্গত ধুন্দাবাদ গ্রামের প্রতিটি পাড়ায় পাড়ায় এলাকার মানুষের অভাব অভিযোগের কথা জানতে পৌঁছালেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।
এই দিন বিধায়ক বিধান উপাধ্যায়
ধুন্দাবাদ গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনেন।
এই অঞ্চলের মানুষের মুখ্য সমস্যা হচ্ছে পানীয় জলের এবং বাড়ির।
এই প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় জানান পানীয় জলের সমস্যা নিয়ে পি.এইচ.ই দপ্তরের সঙ্গে কথা বলেছেন,যেহেতু মুখ্য জলের লাইন থেকে পাড়া গুলোর দূরত্ব বেশি প্রচুর পরিমাণে জলের পাইপের প্রয়োজন রয়েছে তাই একটু দেরি হচ্ছে, তাও আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এই পানীয় জলের সমস্যা দূর করার তাছাড়া তিনি আরো জানান সত্যি এই অঞ্চলে প্রচুর মানুষের বাড়ির প্রয়োজন রয়েছে,আমি চেষ্টা করবো দ্রুত পঞ্চায়েতের মাধ্যমে এই সব ব্যাক্তির জিও ট্যাগে নাম পাঠিয়ে বাড়ির ব্যাবস্থা করার।
বিধায়কের সঙ্গে গ্রাম পরিদর্শন করতে যান জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,বাসুদেবপুর জেমারী প্রধান সুশান্ত কুমার মণ্ডল,উপ প্রধান ভরত গিরি,তৃণমূল নেতা শশীভূষণ পান্ডে,আই.এন.টি.টি.ইউ.সি নেতা বাবলু পাল,ধনঞ্জয় সিং,মানু সিদ্ধিকি, মিরাজুল শেখ সহ আরো অনেকে।