ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকার মানুষ আতঙ্কে

asansol News Today
youth found dead in chittaranajn

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, চিত্তরঞ্জন (Asansol News Today):- চিত্তরঞ্জন শহর এখন দুস্কৃতিদের গড় হয়ে দাঁড়িয়ে,প্রতিনিয়ত কিছু না হলে কিছু কান্ড ঘটে চলেছে চিত্তরঞ্জন শহরে।
শুক্রবার দিন চিত্তরঞ্জনের পি.পি.টি শালবন জঙ্গল থেকে ক্ষতবিক্ষত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হলো।

file photo of died youth
file photo of died youth


শুক্রবার সকালে স্থানীয় কিছু মানুষ পিপিটি জঙ্গলে গিয়ে দেখে ক্ষতবিক্ষত একটি মৃতদেহ পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিত্তরঞ্জন থানার পুলিশকে।
মৃত যুবকের নাম রাকেশ প্রসাদ(২৪)বাড়ি চিত্তরঞ্জন শহরের স্ট্রিট নম্বর-৪৪,এই যুবক টি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলো,শুক্রবার সকালে পিপিটি শালবন জঙ্গল থেকে যুবকটির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে চিত্তরঞ্জন থানার পুলিশ।


মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
এই প্রসঙ্গে মৃত যুবকের দিদি অঞ্জনা কুমারী জানান তারা ভাই গত ১তারিখ থেকে নিখোঁজ ছিলেন,বিকেল বেলায় চা খেতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলো সে দিন থেকে বাড়ি আসেনি সে,নিখোঁজের অভিযোগ করা হয়েছিলো চিত্তরঞ্জন থানায়।আজ সকালে জানতে পারি পিপিটি জঙ্গলে রক্তাক্ত অবস্থায় আমার ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারেরদাবি তার রাকেশ প্রসাদদের নির্মমভাবে হত্যা করা হয়েছে।পরিবারের অনুরোধ প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।
এই ঘটনার তদন্ত শুরু করেছে চিত্তরঞ্জন থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *