রাকেশ প্রসাদের খুনের মামলায় গ্রেপ্তার ৪
বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি চিত্তরঞ্জন :-
চিত্তরঞ্জন শহরের বাসিন্দা রাকেশ প্রসাদের খুনের মামলায় সন্দেহ জনক হিসাবে শুক্রবার রাতে ৪ জন যুবককে গ্রেপ্তার করলো চিত্তরঞ্জন থানার পুলিশ।
শুক্রবার টিপিটি সেগুন বাগানে রাকেশ প্রসাদের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিলো রাকেশ প্রসাদের হত্যা করা হয়েছে,কারন কয়েক মাস আগে এক মামলায় স্থানীয় কিছু যুবকের সঙ্গে ঝামেলার হয় সেই সময় প্রাণে মারার হুমকি দেওয়া হয় রাকেশ প্রসাদকে।তাই পরিবারের সন্দেহ ওই যুবকরা রাকেশের হত্যা করেছে।
চিত্তরঞ্জন থানার পুলিশ খুনের মামলায় সন্দেহ জনক হিসাবে মন্টু যাদব,অভিষেক কুমার যাদব,বিকাশ সিং,ভোলা রাম (পাশওয়ান)নামক ৪ জন যুবকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা যায় এই ৪জন যুবকে শনিবার আসানসোল আদালতে পাঠানো হয় এবং চিত্তরঞ্জন থানার তরফে ১৪দিনের রিমান্ড চাও হয়।