ASANSOLASANSOL-BURNPUR

তৃণমূল যুব কংগ্রেস ১৬ জন শিক্ষককে সম্মানিত করল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ৫ ই সেপ্টেম্বর শনিবার শিক্ষক দিবসে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের জেনারেল সেক্রেটারি এবং পশ্চিম বর্ধমানের আসানসোল কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর ববিতা দাস ১৬ জন শিক্ষককে সম্মানিত করলেন আসানসোলে ট্রাফিক মোড়ের কাছে যুব তৃণমূল কার্যালয়ে।

ওই অনুষ্ঠানে সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে ববিতা দাস তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন লক ডাউনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এরই সঙ্গে তিনি তার পুরানো ফেলে আসা দিনগুলি স্মরণ করে বলেন অতীতে নিজেও শিক্ষক হিসেবে তিনি কাজ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সর্বদাই শিক্ষকদের উন্নতিকল্পে চেষ্টা করে যাচ্ছেন ৷ তিনি আরও বলেন, কোভিড-১৯ এর সংকট মূহূর্তেও এই শহরের শিক্ষকেরা যেভাবে দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ৷ ববিতা দাশ একটি প্রশ্নের উত্তরে জানান, সামাজিক দূরত্ববিধির জন্য বেশী শিক্ষককে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইষ্টার্ণ রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্রও ৷ তিনি বলেন, শিক্ষক দিবসে এইরকম সম্বর্ধনা প্রাপ্তি তাকে আরও ভাল কাজ করার প্রেরণা জোগাবে ৷বিনয় রজক, বিশ্বনাথ মিত্র, করুণা মনজি, অরিজিৎ মণ্ডল, অবন দা, কেশব ব্যানার্জি প্রমুখ শিক্ষককে সম্মান জানানো হয় ওই অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *