১২ ই সেপ্টেম্বর থেকে চলবে ৮০ টি বিশেষ ট্রেন






বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আনলক ৪(UNLOCK 4) এ ভারতীয় রেল ৮০ টি অতিরিক্ত বিশেষ ট্রেন(special trains) চালাবে। এর মধ্যে আসানসোলে আপাতত: বর্তমানে মাত্র ১ টি ট্রেন আসছে সেটি হল “হাওড়া – ইন্দোর” । এই ট্রেন সপ্তাহে ৩ দিন চলবে। শিপ্রা এক্সপ্রেসের সময় অনুসারে এই ট্রেন চলবে বলে মনে করা হচ্ছে।এছাড়াও হাওড়া থেকে দক্ষিণ ভারত পর্যন্ত বিভিন্ন ট্রেন চলাচল করবে।







একই সাথে, ঝাড়খণ্ডের দেওঘর থেকে আগরতলার মধ্যে, ধানবাদ থেকে ফিরোজপুরের মধ্যে ট্রেনগুলির চলাচল আবারও শুরু করা হবে। উল্লেখযোগ্য বিষয়টি হলো ২২ শে মার্চ জনতা কার্ফিউ বাস্তবায়নের পরেই ট্রেনগুলির চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, তখন থেকে বিশেষ ট্রেনগুলি ধীরে ধীরে চলাচল শুরু করে। উৎসবের মরসুম খুব কাছেই , তাই ভারতীয় রেল আরও ৮০ টি ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

