ASANSOLPoliticsSPORTS

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক

Minister moloy ghatak
photo by Ujjwal dasgupta

বেঙ্গল মিরর, উজ্জ্বল দাশগুপ্ত, আসানসোল,৫ সেপ্টেম্বরঃ দেবাশীষ ঘটক মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা আসানসোল উত্তর বিধান সভার রেলপারের চাঁদমারির বেলতলা মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক ফুটবলে শট মেরে। ১৫ দিনের এই ফুটবল প্রতিযোগিতা প্রথম খেলা এনএসসি কুলটি ও হুসেনি রানিগঞ্জের মধ্যে হয় । হুসেনি রানগঞ্জ খেলায় জেতে।

খেলার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার হিসেবে রাজ খানকে শংসাপত্র, চেক এবং ট্রফি প্রদান করেন মন্ত্রী মলয় ঘটক । মন্ত্রী বলেন, করোনার কারণে সব ধরণের খেলা স্থগিত করা হয়েছিল। আস্তে আস্তে মানুষের জীবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরছে। সুস্বাস্থ্যের জন্য খেলা জরুরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর খেলাধুলার প্রচারের জন্য রাজ্য ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন । এর সাথে রাজ্যের সব জোনে ফুটবল বিতরণও করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে আসানসোল উত্তরের প্রতিবন্ধী সমিতির সম্পাদক মহঃ হালিম খান, বান্টি চক্রবর্তী, আসানসোল উর্দু ফাউন্ডেশনের সদস্য সাগির আলম কাদিরি, মহঃ নাসিম খান, মহঃ সিকান্দার কুরেশি, সাহিল কুরেশি, ওয়াসিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *