পেট্রোল, ডিজেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আসানসোলে তৃনমুল কংগ্রেসের বিক্ষোভ মিছিল
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৮ সেপ্টেম্বরঃ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ মঙ্গলবার বিকালে আসানসোল শহরে একটি বিক্ষোভ মিছিল করে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস। আসানসোলের বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে থেকে হওয়া এই মিছিলের ডাক দিয়েছিলো আসানসোল উত্তর বিধানসভা তৃনমুল কংগ্রেস ব্লক (১)।
মিছিলের নেতৃত্বে ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক ও কাউন্সিলর তথা ব্লক সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। এই মিছিল গোটা এলাকা ঘোরে। মেয়র পারিষদ বলেন, একদিকে করোনার মতো মহামারী। অন্যদিকে পেট্রো পন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের অবস্থা খারাপ।