কোভিড পজিটিভে আসানসোলের বারাবনির দোমহানি বাজারের বাসিন্দা বর্ষীয়ান কবি ও সাংবাদিক শান্তিময় বন্দ্যোপাধ্যায় মারা গেলেন
আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : শিল্পাঞ্চলের সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক শান্তিময় বন্দ্যোপাধ্যায়ের জীবন ছিনিয়ে নিল মারণ ভাইরাস করোনা। শান্তিময় বন্দ্যোপাধ্যায় বারাবনির দোমোহানি বাজার এলাকায় থাকতেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসাই তাকে দুর্গাপুরের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয় হয়। পথেই মৃত্যু হওয়ার কারণে শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে তার মরদেহ ময়নাতদন্ত করা হয়।।
এই ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কারণ শান্তি বাবুর মত সাহিত্যিক ও কবি শিল্পাঞ্চলে অনেক কম রয়েছে আসানসোল সাংবাদিক মহল এই খবর পাওয়ার পর কার্যত হতাশ হয়ে গেছে। কিছুদিন আগেই দৈনিক জাগরণ এর সাংবাদিক সঞ্জীব সিনহাকে এই মরণ করোনা ভাইরাস ছিনিয়ে নিয়েছিল আবার আরেক জন মারা গেলেন। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সমবেদনা জানিয়েছেন।।
ভাবতে পারছি না শিল্পাঞ্চলের মহান কবি ও শিল্পভূমি পত্রিকার সম্পাদক শান্তিময় বন্দ্যোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই ৷
রত্নগর্ভা আসানসোলের এই ভূমিপুত্র আসানসোলের ইতিহাসকে তিনি তার অমর কীর্তি আসানসোল পরিক্রমা গ্রন্থের ভিতর তুলে ধরেছিলেন ৷ পরবর্তী সময়ে যারাই আসাসোল নিয়ে লিখেছেন, তাঁর এই গ্রন্থটিকে মাইলস্টোন করেছেন ৷ মুখে মুখে কবিতা ছড়া বলতে পারতেন এই অজাতশত্রু সাংবাদিক তথা সাহিত্যিক ৷ তাঁর শিল্পভূমি সাপ্তাহিক পত্রিকাটি একাধিক ভাষায় প্রকাশিত হত ৷ শেষদিকে তাঁর সংগে আমার হৃদ্যতা সারাজীবনের আশ মিটিয়ে দিয়েছিল ৷ ডুরাণ্ড হল অথবা বিবেকানন্দ ইনস্টিটিউট এর নবোদয় উন্মোচনের সময় এই ঐতিহ্যসম্পন্ন প্রতিষ্ঠানটির ইতিহাসের লেখনীতে তাঁর উক্ত গ্রন্থটির অনেক তথ্য কাজে লাগে ৷ যা ডুরাণ্ডের মিনি হলে তাঁর ছবিসহ উল্লেখ মর্যাদা সহকারে রক্ষিত ৷ তৎকালীন ডি আর এম শর্মাসাহেব তাঁকে বিবেকানন্দ ইনস্টিটিউটে সম্মানিতও করেছিলেন ৷
সেইসময় তিনি এবং আমি যৌথভাবে কাজ করি ৷ যেমন করেছিলাম শতাব্দী প্রাচীন আমার স্কুল ইষ্টার্ণ রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের প্রায় দেড়শো বছর আগে শিকড় খুঁজতে গিয়ে ৷ তিনি না থাকলে জানতে পারতাম না রেলের এই স্কুলটি লোকো কলোনীতে “টিফিনবক্স ক্লাব” নামে ১৮৮৬ সালে প্রথম সূচনা হয় ৷ নজরুলের জীবন ও আদর্শ নিয়ে তিনি দুর্দান্ত একটি গ্রন্থ রচনা করেন ৷ কত যে তিনি বই লিখেছেন কত যে কবিতা কত প্রবন্ধ ছড়া ইয়ত্ত্বা নেই ৷ তাঁর পরিচিতি যত না ব্যপৃত ঠিক তার চাইতেই উদার তাঁর মন এবং জীবন ও মানব সভ্যতা নিয়ে তাঁর ভাবনা ৷
সকলের কাছে তাঁর পরিচিতি ‘শান্তিদা’ নামে ৷
সর্বজন-প্রিয় সুপণ্ডিত প্রথিতযশা সাহিত্যিক এবং সাংবাদিক মহামতি শান্তিময় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে নিঃসন্দেহে এক গৌরবময় যুগের অবসান হল ৷ এবং আসানসোলবাসী হারালেন তাদের অন্যতম একজন অভিভাবককে ৷
বিশ্বনাথ মিত্র