সেল আইএসপি প্লান্টে করোনা বিস্ফোরণ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বার্নপুরের সেল আইএসপি প্লান্টে আবারও করোনা বিস্ফোরণ । সেল আইএসপির অক্সিজেন প্ল্যান্টে পাঁচ জন আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর পাওয়া গেছে। এর পর থেকে কর্মী ও আধিকারিকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। উল্লেখযোগ্যভাবে এই কারণ আক্রান্ত অফিসারদের মধ্য বিভাগীয় প্রধানও রয়েছেন।
এই খবর প্রকাশ্যে আসার পর অন্যান্য বিভাগের কর্মীদের অভ্যন্তরে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন।
তাৎপর্যপূর্ণ বিষয়, এর আগেও, আইএসপি-তে প্রচুর সংখ্যক কর্মী করোনা পজিটিভ হন। বার্নপুর হাসপাতালেও চিকিৎসকসহ কর্মীরা এর আগে সংক্রমিত হয়েছেন