জাতীয় সড়কের উপর দুর্ঘটনা
অল্পের জন্য় বাঁচলো দুই মোটর সাইকেল আরোহী
বেঙ্গল মিরর, প্রকাশ দাস, কুলটি:- আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাড়ীর অন্তর্গত সবনপুর পুরানো কল্যানেশ্বরী মন্দিরের সামনে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনা। এলাকার মানুষের অভিযোগ ওভার ব্রিজের অন্তিমে দ্রুত গতিতে হাইবা ডাম্পারটি ঘোরানোর সময় একটা মোটর বাইককে ধাক্কামারে। মোটর সাইকেলে থাকা দুজনের মধ্যে ১জন গুরতর আহত হন। ঘটনা স্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাড়ীর পুলিশের এম্বুলেন্স করে ২জন আহত ব্যাক্তিকে আসানসোলের জেলা হাসপাতালে পাঠানো হয়। চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ডাম্পারটি আটক করেন।
এলাকার মানুষেরা বলেন যে প্রতিনিয়ত দামাগড়িয়া কয়লা খনির সাইডিং থেকে হাইবা ডাম্পার গুলো কে ঘোরানো হয় যার ফলে এই দুর্ঘটনা।এছাড়া বেপরোয়া গতিতে চলে ডাম্পার গুলি।