বারাবনিতে টিএমসির ধিক্কার মিছিল
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লকের দোমাহানি ফুটবল গ্রাউন্ড এর কাছ থেকে টিএমসির একটি ধিক্কার মিছিল বের করা হয় । কেন্দ্র সরকারের জনবিরোধী যেসব নীতিগুলো বার করা হচ্ছে এই নিয়ে আজকে বারাবনি ব্লক তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার সভা ও মিছিল করা হয় । উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট অসিত সিংহ ,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মাড্ডি,যুব প্রেসিডেন্ট পার্থসারথি মুখার্জি, যুবনেতা রঘু চৌবে , রাজ্য যুব নেতা বাপি শাহানা, মিছিল শেষ হয়দোমাহানি বাজারে । তারপর একটি পথসভা হয় ।