মুখ্যমন্ত্রীর উপহার পুরোহিতদের, ভাতা এবং ঘর দেবার ঘোষণা
কলকাতা, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা(MAMATA BANERJEE) বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যের পুরোহিতদের (পূজারীদের) প্রতি সদয়। মুখ্যমন্ত্রীর উপহার পুরোহিতদের :
দরিদ্র সনাতনী ব্রাহ্মণরা মাসিক ভাতা এবং একটি বাড়ি পাবেন। সোমবার, তিনি পুরোহিতদের উপহার অর্থাৎ তাদের ভাতা এবং ঘর দেবার ঘোষণা করেন।
রাজ্য সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে রাজ্যের আট হাজার পুরোহিতকে এক হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে। এটি সামনের মাস অর্থাৎ অক্টোবর থেকেই শুরু হবে। একই সঙ্গে বাংলা আবাসন যোজনার আওতায় পুরোহিতদের বাড়িঘরও তৈরি করা হবে।
আর্থিকভাবে দুর্বল সনাতনী ব্রাহ্মণরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তিনি করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে বলেন। তিনি বলেন , তার মাতৃভাষা “বাংলা” হলেও অন্যান্য ভাষারও সম্মান করেন তিনি। তিনি বলেন যে, আমি গর্বিত যে রাজ্যে অনেকগুলি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। হিন্দি একাডেমি গঠিত হয়েছে।