হাইটেনশন টাওয়ারের উপরে উঠল মহিলা
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি:
বারাবনি ব্লকের
বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাঙ্গা মোড় সংলগ্ন এলাকার মধ্যে সকাল সকাল দেখা গেল এক আদিবাসী মহিলা মানসিক ভারসাম্যহীন বয়স 30 বছর সকালবেলায় ইলেকট্রিক হাইটেনশন টাওয়ারের মধ্যে উঠে যায় এবং লোক জানাজানি হওয়ার পর এ ব্যাপক পরিমাণে লোক ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছায় বারাবনি থানা এবং কিছুক্ষণের মধ্যে আসানসোল ফায়ার বিগেট এসে পৌঁছায়
কিন্তু নামানোর কোনো উপায় এখন অব্দি হয়নি যে মহিলাটি পোলের উপরে উঠেছে তার নাম হচ্ছে রায়মনি টুডু বাবার নাম বাবুরাম টুডুঘটনার মধ্যে স্থানীয় পঞ্চায়েতের প্রধান ওনার সঙ্গে কথা বলেছিলাম আমরা উনি বললেন প্রশাসনিকভাবে সবই ব্যবস্থা করা হয়েছে
এবারে কি হচ্ছে যে আমরাও আছি আমার গ্রাম পঞ্চায়েত বারাবনি ও এটার মধ্যে হাত বাড়িয়ে দিয়েছে আমরা প্রথমে ফাঁকা করে দিচ্ছি তারপর নাম্বার ব্যবস্থা করা যাবে বাড়াবো নিজেকে