BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

কৃষক গোষ্ঠী প্রশিক্ষণ শিবির আয়োজন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা,সালানপুর : পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের প্রচেষ্টায় কৃষক গোষ্ঠী প্রশিক্ষণ শিবির আয়োজন করেন সালানপুর ব্লক কৃষি দপ্তর। সালানপুর ব্লকের রুপনারায়নপুর স্থিত নান্দনিক হলে এই মাটির সৃষ্টি প্রকল্পের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। এদিন মোট সালানপুর ব্লকের এগারোটি কৃষক গোষ্ঠীকে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই মাটির সৃষ্টি প্রকল্প টি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সু প্রচেষ্টা, এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম প্রতিটি এলাকা লাভবান হতে পারে। এই প্রকল্পের মধ্যে রয়েছে মাছ চাষ পশুপালন ধান চাষ সবজি চাষ পোল্ট্রি ফার্ম সহ বিভিন্ন প্রকল্প।

যে সমস্ত মানুষরা কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সকলকে স্বনির্ভর করার প্রচেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়।এই করোনা মহামারী কালে পশ্চিমবঙ্গের বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তাই কৃষি কার্যের মাধ্যমে সকলকে স্বনির্ভর করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ সরকার। এই দিন এই প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র এ ডি এ রাজর্ষি ব্যানার্জি বি এল ডি ও শুভাশিস পাল বি টি এম উদয়ন দাস ভেটেনারি অফিসার ডক্টর সুমনা ঘরামি ফিশারি অফিসার প্রবীর মজুমদার সহ আরো অনেকে।

Leave a Reply