রানিগঞ্জের টিডিবি কলেজে বিক্ষোভ
বেঙ্গল মিরর,রানিগঞ্জ, বাপ্পা ব্য়নার্জি ঃ ফী মকুবের দাবিতে রানিগঞ্জের (Raniganj) টিডিবি কলেজে (TDB College) বিক্ষোভ ৷ শুক্রবার রানিগঞ্জের টিডিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ( TMCP) পক্ষ থেকে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ফী মকুবের দাবি ও ল্যাব ফী মকুবের দাবিতে ধরণা অবস্থান ও স্মারকলিপি জমা দেওয়া হয় ৷ ছাত্র পরিষদের পক্ষ থেকে সন্দীপ গরাই জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘ ৬ মাস ধরে কলেজে লেখা পড়া বন্ধ রয়েছে ৷ এই পরিস্থিতিতেও ছাত্র ছাত্রীদের কাছ থেকে ল্যাব ফী নেওয়া হচ্ছে ৷
পাশাপাশি পরীক্ষাগুলিও ছাত্র ছাত্রীরা ঘরে বসেই দিচ্ছে ৷ এই পরিস্থিতিতে অনৈতিক ভাবে সেন্টার ফী দাবি করা হচ্ছে ৷ তাই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের হাতে এক স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ৷ যদিও এদিন কলেজের অধ্যক্ষ অনুপস্থিত ছিলেন ৷ তিনি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের ফোন কলে আশ্বস্ত করে বলেন, কলেজ পরিচালন কমিটির সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ও অন্যান্য সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে দুই একদিনের মধ্যেই সমস্যার সমাধান করা হবে ৷