ASANSOLBengali NewsPolitics

মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় আনতে হবে

মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় আনতে হবে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় আনতে হবে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের(ELECTION) প্রস্তুতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) ও তাদের রননীতি তৈরি করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আসানসোলে(ASANSOL) পার্বতী ম্যারেজ হলের সন্ধ্যা মঞ্চে আসানসোল উত্তর বিধানসভা ব্লক ১ এর অন্তর্গত সমস্ত ওয়ার্ডের পৌর পিতা, পৌর মাতা, ওয়ার্ড সভাপতি ও গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়ের উপস্থিতিতে একটি
বুধ ভিত্তিক রাজনৈতিক কর্মশালা র আয়োজন করা হয়। মূলত ভোটার লিস্ট সংশোধনের কাজে লিপ্ত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। এছাড়া বিভিন্ন জনমুখী কার্যকলাপ কিভাবে আরো মানুষের সামনে তুলে ধরা যায় সেটি সম্পর্কে আলোচনা করা হয়।

সারা জীবন বাংলার মানুষ বিনামূল্যে রেশন পাবেন

শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আমলে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার যদি ক্ষমতায় আসেন ঘোষণা করেছেন যে সারা জীবন বাংলার মানুষ বিনামূল্যে রেশন পাবেন। তিনি বলেন,
বিজেপি তার শাসনকালে যেন প্রতিশ্রুতি গুলো ক্ষমতায় আসার আগে দিয়েছিলেন তার কোনোটাই পালন করেন নি। বিভিন্ন পুঁজিপতি বিভিন্ন ব্যাংকের টাকা অনৈতিক উপায়ে লুঠ করে বিদেশে চলে গিয়েছেন। বিভিন্ন কলকারখানা বিজেপির শাসনকালে বন্ধ হয়ে গিয়েছে। তাই সবাইকে জোটবদ্ধ হয়ে লড়তে হবে আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় আনতে হবে।”

বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাসন দাশু। তিনিও ভোটার লিস্ট সংশোধনের বিষয়ে জোর দেন।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন আসানসোল কর্পোরেশনের মেয়র পারিষদ এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটক বলেন, “নিচুতলার নেতা কর্মীদের আরো ভালোভাবে কাজ করতে হবে। বিরোধী দল বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে মাটি কামড়ে থেকে কঠিন লড়াই করতে হবে।মানুষের সাথে সুসম্পর্ক রেখে আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মসনদে বসাতে হবে। ভোটার লিস্টের কাজ ভালোভাবে করতে হবে।”

বক্তব্য রাখেন, আসানসোল উত্তর ব্লক ১ সভাপতি গুরুদাস চ্যাটার্জী, আসানসোল উত্তর যুব ব্লক ১ সভাপতি ভানু বোস, কাউন্সিলর ও মহিলা তৃণমূল জেলা সভাপতি আলপনা ব্যানার্জি।
তৃণমূল মহিলা জেলা প্রেসিডেন্ট আলপনা ব্যানার্জি বলেন ভোটার লিস্ট স্ক্রুটিনি করার কাজ ভালোভাবে করতে হবে।

উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ববিতা দাস, কাউন্সিলর শিখা ঘটক , কাউন্সিলর দিপা চক্রবর্তী, কাউন্সিলর বাবন ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর পূর্ণিমা দাঁ, জেলার সম্পাদক শম্পা দাঁ প্রমুখ।

এছাড়া উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন তৃণমূলকর্মী মুকেশ ঝা, বিমল জালান, মনোজ রজক, শম্ভু গুপ্তা, সুজন দাঁ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *