BARABANI-SALANPUR-CHITTARANJAN

রাস্তা পুনঃ নির্মাণের কাজ ও যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধন


বেঙ্গল মিরর, মনোজ শর্মা, সালানপুর: ব্লকের সামডি পঞ্চায়েতের অন্তর্গত লহাট মোড় থেকে শুরু করে ফুলবাড়িয়া বোলকুণ্ডা গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত এক কিলো মিটার একটি রাস্তা পুনঃ নির্মাণের কাজ ও সঙ্গে একটি যাত্রী প্রতীক্ষালয় শুভ উদ্বোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। এই রাস্তাটি নির্মাণ করার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে 35 লক্ষ্য 3 হাজার 42 টাকা খরচ করা হবে। ও যাত্রী প্রতীক্ষালয় টি তৈরি করতে সামডি পঞ্চায়েত তরফে 2 লক্ষ 86 হাজার 9শো 71 টাকা খরচ করা হয়েছে। এই দিন বারাবনির বিধায়ক এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন। এতদিন উন্নয়নের কাজ থমকে দাড়িয়ে গেছিল এই কোরনা মহামারীর কারণে কিন্তু বর্তমান সময়ে আমরা চেষ্টা করছি ধীরে ধীরে সমস্ত কাজকে সচল করা। যে কাজগুলি অর্ধেক হয়ে বন্ধ হয়ে গিয়েছিল লকডাউন এর কারণে সেই সমস্ত কাজ পুনরায় চালু করা হচ্ছে যেমন মিলা কলা বাইপাস থেকে রূপনারায়ণপুর ডাবর মোড় পর্যন্ত যে রাস্তাটি তৈরি করা হচ্ছিল তার কাজ লকডাউন এর কারণে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই কাজটি অতি শীঘ্রই শুরু করা হবে। অন্যদিকে সালানপুর ব্লকের যে জল সংকট আমরা দীর্ঘদিন লড়াই করে চলেছি তার অবসান ঘটানোর জন্য যে পাইপ লাইনের কাজ চলছিল তাও বন্ধ হয়ে গিয়েছিল লকডাউন এর কারণে কিন্তু সেই কাজ চালু হয়ে গিয়েছে। আশা করি পুজোর পর থেকেই এলাকার মানুষকে আমরা জল সরবরাহ করতে পারবো। তিনি এও বলেন আমি বারাবনির বিধায়ক হলেও আমি আপনাদের ঘরের ছেলে আপনাদের হয়তো আমাকে প্রত্যেকদিন এলাকায় দেখতে দেখতে বিরক্ত লাগছে কিন্তু কোন উপায় নেই আমাকে প্রত্যেক দিনই তো আপনাদের দেখতে হবে। কারণ আমি সব সময় আপনাদের পাশে রয়েছে এবং থাকবো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, জেলা পরিষদের সদস্য কৈলাস পতি মন্ডল, সানভি গ্রাম পঞ্চায়েতের প্রধান জনার্দন মন্ডল, ফুলবাড়িয়া গোলকুণ্ডা পঞ্চায়েতের প্রধান উজ্জল মন্ডল, কাজল ব্যানার্জি, গৌরাঙ্গ তেওয়ারি, তাপস উকিল সহ আরো অনেকদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *