মহিলাদের সুরক্ষায় এবার হোয়াটসঅ্যাপ নম্বর
ঘোষণা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল
বেঙ্গল মিরর, কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত: সারা দেশের সঙ্গে বাংলাতেও বিভিন্ন দিকে মহিলাদের ওপর নির্যাতনের এবং অত্যাচারের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাড়িয়েছে। বঙ্গ বিজেপি বাংলায় মহিলা সুরক্ষায় বদ্ধপরিকর। বিজেপি মহিলা মোর্চা এই কারণেই বাংলায় মহিলাদের সুরক্ষায় এবার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল । এর আগে মহিলাদের মার্শাল আর্ট প্রশিক্ষণের কথা বলা হয়েছিল বঙ্গ বিজেপির পক্ষ থেকে। এই ঘোষণার পর ওই একই ইস্যুতে মহিলাদের উপর অত্যাচার ইস্যুতে বই বের করল বিজেপি মহিলা মোর্চা। ‘ব্রেভ ডটার্স ইন ওয়েস্ট বেঙ্গল ’ নামে রাজ্যে নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা সমন্ধিত একটি বুকলেট; মঙ্গলবার প্রকাশ করেন অগ্নিমিত্রা। বইটিতে গত সাড়ে ৯ বছরে, মহিলাদের উপর যে সমস্ত অত্যাচার হয়েছে সেগুলির বর্ণনা দেওয়া হয়েছে বলে জানান বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পাল।
মহিলাদের সুরক্ষার জন্য বিজেপি মহিলা মোর্চা একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করার কথা ঘোষণা করল বঙ্গ বিজেপির পক্ষ থেকে।
মহিলাদের সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 9727294294 .
বিজেপি মহিলা মোর্চার তরফে অগ্নিমিত্রা পাল বলেন, “কোনও মহিলা বিপদে পড়লে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে নির্যাতিতা মহিলাকে সুরক্ষা দেয়া হবে। এছাড়া এই নম্বরে মিসড কল দিয়ে মহিলারা মোর্চার সদস্য পদ গ্রহণ করতে পারেন ।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “আর নয় মহিলাদের অসুরক্ষা”।
এছাড়া ওইদিন দোলা সেন এবং অন্যান্যদের কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন; “দোলা সেন সহ অন্যান্যরা রাজ্যসভায় যেভাবে বিরোধ করলেন; , তার জন্য বাংলা মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। বিজেপি দলে এলে শুদ্ধ করে নেব”।