করোনা আক্রান্ত হলেন MLA বিধান
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :পশ্চিম বর্ধমান জেলায় করোনার ঝড় অব্যাহত। এবার করোনা (CORONA) আক্রান্ত হলেন বারাবনি বিধানসভার বিধায়ক (MLA) বিধান উপাধ্যায়। তিনি নিজে তার ফেসবুক পেজে পোস্ট করে নিজেই পোষ্ট করেই কথা জানিয়েছেন। তিনি
বারাবনি বিধানসভা অঞ্চলের সমস্ত অধিবাসীকে তৃণমূলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে নিজেই লেখেন যে তার শরীরে করোনা পাওয়া গেছে এবং সেটি তাকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই কারণেই আপাতত তিনি চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
এছাড়া তিনি যারা ইতোমধ্যে তার সংস্পর্শে ছিলেন, তাদেরকেও করোনা টেস্ট করার অনুরোধ করেন এবং সাবধানে থাকতেও বলেন।
তবে ওই বুক পোস্টে তিনি লেখেন করোনা পজিটিভ এলেও তিনি সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি আবার তিনি জনতার মাঝে ফিরে এসে জনসেবায় নিযুক্ত হতে পারবেন এটাই আশা করেন।
বস্তুত উল্লেখ্য, কিছুদিন আগে আসানসোলের মেয়র এবং পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এবং তার স্ত্রী চৈতালি তিওয়ারি করোনা
আক্রান্ত হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। পরবর্তী কালে তারা সুস্থ হয়েই আসানসোলে ফিরেছেন।