BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

বিধায়কের দ্রুত সুস্থতার জন্য হোম যজ্ঞ

বিধায়কের দ্রুত সুস্থতার জন্য হোম যজ্ঞ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বিধায়কের দ্রুত সুস্থতার জন্য হোম যজ্ঞ। বারাবনি ব্লকের
Puchra গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলেজোড়া গ্রামে কেলেজোড়া রায়পাড়া বজরং বালির মন্দিরে এই অনুষ্ঠানটি হল আজ বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এর করোনা পজিটিভ নিয়ে ভর্তি হয়েছেন। একটি বেসরকারি নার্সিং হোমে আজ বারাবনি ব্লক যুব তৃনমূলের পক্ষ থেকে সকাল থেকে হোম যজ্ঞ পাঠ আরম্ভ হল কেলেজোড়া গ্রামে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক প্রেসিডেন্ট অসিত সিংহ, বারাবনি ব্লকের যুব প্রেসিডেন্ট পার্থসারথি মুখার্জি এছাড়াও পিন্টু পান্ডে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার পাল প্রমুখ।

Leave a Reply