করোনামুক্ত হওয়ার পর মেয়র প্রথমবার কোন সার্বজনীন অনুষ্ঠানে অংশ নিলেন।
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: রবিবার মেয়র জিতেন্দ্র তিওয়ারি করোনা সংক্রমণ থেকে সুস্থ হবার পর প্রথমবারের মতো কোনো সার্বজনীন অনুষ্ঠানে অংশ নেন। ঊষাগ্রাম দুর্গা মন্দিরে তিনি প্রার্থনা করেন এবং ঈশ্বরের আশীর্বাদ নেন । ঊষাগ্রাম দুর্গামন্দির কমিটির পক্ষে এবং লায়ন্স ক্লাব অফ গ্রেটারের সহযোগিতায় ঊষাগ্রাম দুর্গামন্দির চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেয়র রক্তদান শিবিরের উদ্বোধনও করেন।



এর আগে জিতেন্দ্র তিওয়ারি, বোরো চেয়ারম্যান মানস দাশ, কাউন্সিলর বিশ্বরূপ রায়চৌধুরী ওরফে বাচ্চু রায়চৌধুরী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আইনী সেল চেয়ারম্যান, সায়ন্তন মুখোপাধ্যায়, রক্তদাতা আন্দোলনের প্রবক্তা প্রবীর ধর, লায়ন্স ক্লাব অব গ্রেটারের সদস্য এবং সাংবাদিকদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয় ।
তিনি মহাবীরস্থান সমিতির সম্পাদক অজয় সিংহ সহ সকল সদস্যকে ধন্যবাদ জানান। এ উপলক্ষে ৫০ জন রক্তদান করেন। এই উপলক্ষে মহাবীর স্থান কমিটি, ঊষাগ্রাম দুর্গামন্দির কমিটির সম্পাদক অজয় সিং, সভাপতি জিতেন্দ্র সিং, সুরেন্দ্র মেহতা, রাজেন্দ্র পান্ডে, প্রবীণ মুগারাই, এএন সুকলা, দেবনাথ গিরি, শশী তিওয়ারি, অমিত ভার্মা, চিন্টু সিং, আনন্দ বর্ণওয়াল, বাবলু সিং, উদয় সিং, বিনয় সিং, ডঃ জয় শঙ্কর সাহা, অম্বিকা মুখার্জি, সুরেশ বর্ণওয়াল, দিলীপ সাহা, জিতু সিং, বিশ্বজিৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
