ASANSOL

পূজোর জামা কাপড় বিতরণ করা হল।

আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রবিবার আসানসলের এক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে রেলপাড় ডিপুপাড়ার বাউড়ি পাড়ায় প্রায় ৩০ টা দুঃস্থ শিশুদের পূজার নতুন জামা কাপড় বিতরণ করা হলো ও প্রত্যেক শিশুকে মাস্ক দেওয়া হল।
এই সংস্থা ২০১৬ থেকে দুঃস্থ শিশুদের জন্য কাজ করে আসছে। এছাড়া এবছর শীতে দুঃস্থ অসহায়দের কম্বল দান করা হয়। লক ডাউনে কাজ হারা অসহায় ৪০০ শ্রমিকদের ঘরে চাল ডাল আলু সোয়াবিন প্রভৃতি বিলি করা হয়।
এবছর ৫০০ শিশুর হাতে নতুন জামা কাপড় তুলে দেবার প্রতিশ্রুতি নিয়েছে এই সংস্থা যা দিতে ওই সংস্থা বদ্ধপরিকর।
পরবর্তী ‘বস্ত্রদান শিবির’ ১ লা অক্টোবর সকাল সাড়ে দশটায় উত্তর ধাদকা বাউড়ি পাড়ায়।
রবিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমতী শেফালী চক্রবর্তী, দিলীপ সরকার, স্বরাজ নন্দী, মলয় সেন, সুশান্ত বোস, সঞ্জীব মিত্র, শান্তনু সেনগুপ্ত, সন্দীপ সরকার সহ আরো অনেকে।

Leave a Reply