বারাবনির বিধায়ক এর জন্য পুজো অর্চনা করলেন স্থানীয় নেতৃত্ব।
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা :- বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরিষা তলীতে খান্দেশ্বর বাবার মন্দিরে পুজো দেয়া হলো। কয়েকদিন আগে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে এক নার্সিংহোমে ভর্তি হয়েছেন । তার দ্রুত আরোগ্য কামনা করে পুজো দেয়া হল। উপস্থিত ছিলেন বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ, বারাবনি ব্লক যুব সভাপতি পার্থসারথি মুখার্জি প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত, মহাদেব মহারাজ, বাপ্পা মহারাজ উপস্থিত ছিলেন।