ASANSOL

জুয়ার আসর থেকে ধৃত ১৮ জনের জামিন নাকচ, পড়ূন কারা ছিলো

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: (Gambling at a Hotel in Asansol ) আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঊষাগ্রাম বিবি কলেজের কাছেই অবস্থিত হোটেল রুম নম্বর ৫০১৫ নম্বর রুমে হাতেনাতে ধরে ফেলা ১৮ জুয়াড়িকে আজ আদালতে তোলে । যেখানে আদালত অভিযুক্তদের জামিন নামঞ্জুর করে তাদের সংশোধনাগারে পাঠায়। দুই মহিলাকেও হোটেল থেকে ধরা পড়ার তথ্যও রয়েছে যাদের থানা থেকেই পুলিশ বন্ডে জামিন দিয়েছে বলে খবর। ওই দুই মহিলা কুলটি এলাকার বলে তথ্য পাওয়া গিয়েছে।

গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলেন বিনোদ যাদব (রামকৃষ্ণ ডাঙ্গাল), সুধাংশু কুমার, সুশীল বার্নওয়াল (বরাকর), বিট্টু রাউত (কল্যাণপুর), দীপক কুমার গুপ্ত (নিঘা কোলিয়ারী), মুন্না হেলা (ধাদকা, সুকান্তপল্লী), আসিফ হুসেন (ওল্ড স্টেশন মিস্ত্রি পাড়া) , কার্তিক নন্দী (শীতলা গ্রাম), চন্দন কুমার সিং (সান্তা ডাঙ্গাল), গৌর কর্মকার (এথোরা), মিরাজ খান (রানীতলা, কুলটি থানা), স্বপন রক্ষিত (বাসাই গ্রাম, মিহিজাম), অনিল আগরওয়াল (ধানবাদ, কাঁকন বাজার), বিজয় কুমার (জাম্বুয়া, গিরিডিহ), দীনেশ রাউত (জামতারা ফাগুডি), মিঠুন রাউত, মোহাম্মদ আশিক (গিরিডিহ থানা, পাচাম্বা), চন্দন ব্যানার্জী (সুভাষ চক, জামতারা)।

Asansol আবার ধস, রাস্তায় ফাটল, ক্ষতিগ্রস্থ ৬০টিরও বেশী বাড়ি, আতঙ্ক, বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ, “গো ব্যাক ” স্লোগান শাসক দলের কর্মীদের

আসানসোলের হোটেলে জুয়া আসর, পুলিশের অভিযানে আটক ১৮ জুয়াড়ি, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা

Leave a Reply