ASANSOLBengali News

Hathras এ নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদ

আসানসোলের বিএনআর মোড়ে AIDYO এর

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল:উত্তরপ্রদেশের দলিত কৃষক নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ আসানসোলের বিএনআর মোড়ে সকাল বেলা 1 মহতি ছাত্র-যুবকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন শঙ্খ কর্মকার AIDYO এর পশ্চিম বর্ধমান জেলা সদস্য, ইন্দ্রনীল দত্ত পশ্চিম বর্ধমান জেলা AIDSO সদস্য, অদ্রিকা দেওঘরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সহ বিশিষ্ট মানুষজন ও সমাজসেবী বৃন্দ। প্রত্যেকেই এই পচা গলা সমাজ ব্যবস্থা কেই আজকের মানুষের বিশেষ করে ভারতবর্ষের নারীদের অসহায়তার কারণ বলে উল্লেখ করেন। দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। আগামীকাল কোর্টে এই ঘটনার প্রতিবাদে এবং কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতি গুলির প্রতিবাদে এসইউসিআই ( কমিউনিস্ট) দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *