ASANSOL

আসানসোল ইএসআই হসপিটাল রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে কালীপুজো ও মহাভোগের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :আসানসোল ইএসআই হসপিটাল রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে শুক্রবার হাসপাতালের মধ্যেই মা কালী মন্দির চত্বরে মহাভোগ খাওয়ানো ও নরনারায়ন সেবার আয়োজন করা হয়। পথ চলতি মানুষ ও আশেপাশের গোবিন্দপুর, মরিচকোটা সহ বিভিন্ন জায়গার প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ ওই প্রসাদ গ্রহন করেন। মহাভোগের উপকরণ হিসেবে খিচুরী, সব্জি ,পায়েস, চাটনি পরিবেশন করা হয়।

নরনারায়ন সেবায় ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট ড: অতনু ভদ্র, কালি পূজা কমিটির প্রেসিডেন্ট ডা. গোরা চাঁদ মন্ডল, সম্পাদক শ্রী তপন কর ও অন্যান্য ক্লাব সদস্যরা।সকাল ১১ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত এই প্রসাদ খাওয়ানোর কাজ চলে।ইএসআই হসপিটাল রিক্রিয়েশন ক্লাব প্রেসিডেন্ট তথা ইএসআই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড: অতনু ভদ্র এবং কালীপূজা কমিটির প্রেসিডেন্ট ড: গোরাচাঁদ মন্ডল বলেন, বিগত দু’বছর করো না পরিস্থিতির কারণে এই আয়োজন করা যায়নি। তাই এবছর প্রস্তুতির ত্রুটি রাখা হয়নি। ফলে বিগত বছরগুলি থেকে এ বছরে ভক্ত সমাগমের সঙ্গে সঙ্গে ভোগ খেয়েছেন বহু মানুষ।স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি ইএসআই হসপিটাল ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেছেন শিল্পাঞ্চলের বহু মানুষ।

Leave a Reply