ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsCOVID 19KULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

আসানসোলের মেয়র করোনা আক্রান্ত

Mayor jitendra Tiwari(File photo)

বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলের মেয়র এবং পাণ্ডবেশ্বর এর বিধায়ক এবং পশ্চিম বর্ধমান টিএমসি জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি করোনা সংক্রমিত বলে খবর । তাঁর পাশাপাশি তাঁর দু’জন নিকটাত্মীয়ও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার ঘনিষ্ঠরা হলেন তাঁর ঘনিষ্ঠ গৌরব গুপ্ত এবং বন্ধু অনুপ চট্টরাজ। তারা প্রত্যেকেই বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

লক্ষণীয় বিষয় যে এর আগেও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারও করোনা পজিটিভ হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেসের অনেক নেতাও সংক্রামিত হয়েছেন।
এছাড়া সাম্প্রতিককালের মধ্যে মেয়র এবং তার দুই ঘনিষ্ঠ ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষদের করোনা পরীক্ষা করা হবে। গত ১০ সেপ্টেম্বর অগ্নিকন্যা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেয়র উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক ও অন্যান্য জেলা নেতারা। মেয়র আক্রান্ত হওয়ার পর থেকে শিল্পপাঞ্চলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই মুহুর্তে সবাই তার দ্রুত সুস্থ হবার জন্যে প্রার্থনা করছেন।
বেঙ্গল মিররের পুরো টিমও তাঁর দ্রুত সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *