বিজেপি দলিত মহিলা বিরোধী : TMC
উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনার প্রতিবাদ আন্দোলনে নামছে পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেস
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত , আসানসোল, ৩ অক্টোবরঃ উত্তর প্রদেশের হাথরাসের ঘটনা নিন্দাজনক শুধু নয়। একবারে ন্যাক্কারজনক ঘটনা। তার প্রতিবাদে জনমত গড়ে তুলতে আন্দোলনে নামতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেস নেতৃত্ব। শনিবার দুপুরে আসানসোলের উষাগ্রামের অগ্নিকন্যা ভবনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন এই কথা জানান ।




উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মলয় ঘটক আসানসোল দক্ষিণের বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোল পুরনিগমের মেয়র পাণ্ডবেশ্বরের বিধায়ক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ম জিতেন্দ্র তেওয়ারি দূর্গাপুরের (পশ্চিম) বিধায়ক জেলা তৃণমূল কংগ্রেসের বিশ্বনাথ পাড়িয়াল ও শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কেকেএসসির সাধারণ সম্পাদক তথা জেলা তৃণমুল কংগ্রেসের কো-অর্ডিনেটর হরেরাম সিং ।
সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি বলেন, উত্তর প্রদেশের সরকার ঐ কিশোরীর পরিবারের সঙ্গে কি ধরনের আচরণ করছে গত কয়েক দিন ধরে তা সারা দেশ দেখছে। জেলাশাসক গিয়ে হুমকি দিচ্ছেন। নির্বাচিত জন প্রতিনিধি সাংসদদের ঢুকতে দেওয়া হচ্ছে না। দলের মহিলা সাংসদদের গায়ে পুরুষ পুলিশ হাত দিয়েছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা জেলা জুড়ে এদিন থেকে মিছিল সভা করবো। জেলা চেয়ারম্যান বলেন, যারা বলে বাংলায় আইন শৃঙ্খলা নেই, তারা দেখুক, বিজেপি শাসিত উত্তর প্রদেশে কি হচ্ছে। শুধু উত্তর প্রদেশই নয়, বিজেপি শাসিত সব রাজ্যে একই ঘটনা ঘটছে৷ সংবাদ মাধ্যমকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। জেলার মুখপাত্র বলেন, রাজ্য নেতৃত্বর নির্দেশ মতো জেলার প্রতিটি ব্লকে এর প্রতিবাদ করা হবে।