ASANSOL

শ্রাবণ মাসের শেষ সোমবারে মর্মান্তিক দূর্ঘটনা, মৃত এক যুবক, আহত ১

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় আসানসোল, ১৬ আগষ্টঃ শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বিহারীনাথ শিব মন্দির জল ঢালতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। আরো এক জন আহত হয়েছে এই ঘটনায়। তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার রাধানগর সিনেমা হল মোড়ে। মৃত যুবকের নাম রাজু গিরি (২১)। আহত যুবকের নাম যীশু গড়াই (১৮)। দুজনের বাড়ি রাধানগর রোডের নিচু পাড়ায়।


পুলিশ সূত্রে জানা গেছে, একই পাড়ার বাসিন্দা দুই বন্ধু রাজু গিরি ও যীশু গড়াই শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বিহারীনাথে শিব মন্দিরে জল ঢালার জন্য এদিন ভোর পাঁচটা নাগাদ মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বেরোয়। বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে রাধানগর সিনেমা হল মোড়ের রাস্তায় বাঁক নেওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি গাড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। বাইক থেকে ছিটকে পড়ে দুজনই আহত হয়। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। দু’জনকেই আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাজুকে মৃত বলে ঘোষণা করেন। আহত হওয়ায় যীশুকে ভর্তি করা হয়। খবর পেয়ে দুজনের বাড়ির লোকেরা আসানসোল জেলা হাসপাতালে ছুটে আসেন। পুলিশ জানায়, ধাক্কা মেরে পালিয়ে যাওয়া গাড়ির সন্ধান করা হচ্ছে।
এদিন বিকালে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের পরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়।

Leave a Reply