BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

মাঝিয়ারা গ্রামে পথ নির্মাণ কাজের উদ্বোধন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা,বারাবনি: বারাবনি ব্লকের বারাবনি পঞ্চায়েতের অন্তর্গত মাঝিয়ারা গ্রামে পথ শ্রী অভিযান পথ নির্মাণ কাজের আজ বারাবনি ব্লকে মাঝিয়ারা গ্রামে আনুষ্ঠানিক উদ্বোধন করেন । বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন ADM প্রশান্ত কুমার মন্ডল, বারাবনির BDO সুরজিৎ ঘোষ, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য Asit Singh, বারাবনি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুকুমার সাধু স্থানীয় বারাবনি পঞ্চায়েতের প্রধান নরেশ বাউরী । রাস্তার কাজ চলবে 31 শে জানুয়ারি অব্দি 2021 থেকে ।

Leave a Reply