আচমকা ধসে পড়লো অঙ্গনওয়াড়ি কেন্দ্রর পাঁচিল
- বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি ও মনোজ শর্মা সালানপুর :-
সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারীতে আচমকা ধসে পড়লো অঙ্গনওয়াড়ি কেন্দ্রর পাঁচিল। সেই কারণে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।এই কেন্দ্রের কর্মী রুম্পা পাল জানান,এই কেন্দ্রে ৫৫ জন বাচ্চা ও প্রসূতি,গর্ভবতী মহিলা মিলে ৮ জন এই কেন্দ্র থেকে পরিপূরক পুষ্টি খাবার সংগ্রহ করে থাকেন। তাছাড়া তিন থেকে ছয় বছর শিশুদের এই কেন্দ্রে শিক্ষা দেওয়া হয়ে থাকে।
লক ডাউনের ফলে স্কুল বন্ধ ছিল,তা না হলে অনেক বড় ক্ষতি হতে পারতো।
তিনি আরও বলেন,আমি এই কেন্দ্রকে অন্যত্র সরানোর জন্য অনেকবার লিখিতভাবে ইসিএল, পঞ্চায়েত ও ব্লক দফতরকে জানিয়েছি কিন্তু কোন সুরাহা করেনি।
এই বিষয় নিয়ে তৃণমূল নেতা দীনেশ লাল শ্রীবাস্তব জানান, ইসিএল কর্তৃপক্ষকে লিখিত ভাবে আবেদন জানালেও কোন পদক্ষেপ নিচ্ছে না।
অবশেষে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়কে বিষয়টি আমি জানালাম।
এই বিষয় নিয়ে সালানপুর জেনারেল ম্যানেজার (ই.সি.এল) অমিত রঞ্জন নন্দী বলেন, আমাদের উপর দোষ চাপিয়ে দেওয়া ঠিক নয়। আমরা সি.এস.আর. ফান্ড থেকে অনেক সমাজ মূলক কাজ করে থাকি। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বানিয়ে দেওয়া হবে।
সালানপুর সুসংহত শিশু আধিকারিক মনাদীপা মাজি জানিয়েছেন ১৫৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ডাবর কোলিয়ারি ই সি এলের জায়গাতে রয়েছে। ইসিএল কর্তৃপক্ষ নতুন কেন্দ্র গড়ার অনুমতি দিলেই আমরা নতুন কেন্দ্র বানাব।