বিজেপিকে ঝটকা দিলেন মন্ত্রী মলয়
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বিজেপিকে জোর ঝটকা দিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান এবং রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।
রবিবার মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে আসানসোলের দায়িত্বে থাকা, বিজেপির দুই প্রভাবশালী নেতৃত্ব তৃনমূল(উত্তর ২ নং ব্লক) যুব কংগ্রেসের সাধারন সম্পাদক ও ২৩নং ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্বে থাকা অভিষেক চক্রবর্তীর (বান্টি) উদ্যোগে রবিবার প্রায় দুশো জন বিজেপি কর্মী ও বিজেপির আসানসোল মন্ডলের ইন্টেলেকচুয়াল সেলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব রাজা মুখার্জী ও বাপী দেবনাথ তৃনমূলে যোগদান করলেন। আজকের এই যোগদান কর্মসূচি কে ঘিরে তীব্র উত্তেজনা ছিল । এই ঘটনা বিজেপির আসানসোল সংগঠনকে যথেষ্ট প্রভাবিত করল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই বিষয়ে মা মন্ত্রী মলয় ঘটক বলেন যে রাজা মুখোপাধ্যায় বিজেপি ইন্টেলেকচুয়াল সেলের দায়িত্বে ছিলেন। বিজেপির আসল চেহারা প্রকাশের পরে তার মোহভঙ্গ হয় এবং তিনি মা মাটি মানুষের হয়ে কাজ করতে টিএমসিতে যোগদান করেন।”